পোড়াদহ থেকে রাজশাহী সকল ট্রেনের সময়সূচী ও ভাড়া
প্রিয় পাঠক আপনি কি পোড়াদহ থেকে রাজশাহীতে ট্রেন ভ্রমণের কথা ভাবছেন। ট্রেনে করে পোড়াদহ থেকে রাজশাহী যেতে কত টাকা ভালো লাগবে এবং ট্রেনগুলোর সময়সূচি কত, তাহলে আজকের এই আর্টিকেলটি আপনার জন্য।
আজকের এই পার্ট থেকে আপনারা জানতে পারবেন পোড়াদহ থেকে রাজশাহীর এ রুটে কতগুলো ট্রেন চলাচল করে এবং কোন ট্রেনের সময়সূচী কখন এবং কত টাকা ভাড়া লাগে এছাড়াও আরও জানতে পারবেন পোড়াদহ থেকে রাজশাহীর দূরত্ব কত কিলোমিটার এবং পথের মধ্যে কতগুলো স্টেশন এর দেখা মিলবে। যাত্রাপথে আপনার কি করা উচিত এবং কি করা উচিত নয় সে সম্পর্কে আপনি অবগত হবেন তো চলুন শুরু করি।
পোস্ট সূচিপত্রঃ পোড়াদহ থেকে রাজশাহী সকল ট্রেনের সময়সূচী ও ভাড়া
- পোড়াদহ থেকে রাজশাহী সকল ট্রেনের সময়সূচী ভাড়া
- পোড়াদহ থেকে রাজশাহী যাত্রাপথে কতগুলো স্টেশন আছে
- পোড়াদহ থেকে রাজশাহীর মোট দূরত্ব কত
- ট্রেন ভ্রমণের সময় করণীয় কাজ
- ট্রেন ভ্রমণের সময় বর্জনীয় কাজ
- আমাদের শেষ কথা
পোড়াদহ থেকে রাজশাহী সকল ট্রেনের সময়সূচি ও ভাড়া
ভ্রমণ পথে পোড়াদহ থেকে রাজশাহী ভ্রমণ করার জন্য ট্রেন খুবই জনপ্রিয়। কারণ পোড়াদহ থেকে রাজশাহী ট্রেন ভ্রমণ স্বল্প খরচের এবং যাত্রা নিরাপদ। শুধু তায়ই নই এই ট্রেন ভ্রমন অনেক আনন্দের কোন জ্যামের সম্মুখিত হতে হয় না, যথা সময়ে নিদৃষ্ট গন্তব্যে পোছানো যায়। তাই প্রতিদিন বহু সংখ্যক লোক পোড়াদহ থেকে রাজশাহী যায় ট্রেনে করে। পোড়াদহ থেকে রাজশাহীতে যাওয়ার জন্য এই রুটে চারটি দূরপাল্লার ট্রেন চলাচল করে সেগুলো হলঃ
- সাগরদাড়ি এক্সপ্রেস
- মধুমতি এক্সপ্রেস
- কপোতাক্ষ এক্সপ্রেস ও
- টুঙ্গিপাড এক্সপ্রেস
ট্রেনের নাম | ছাড়ার সময় | পৌছানোর সময় | ভাড়া | বন্ধের দিন |
---|---|---|---|---|
কপোতাক্ষ এক্সপ্রেস | সকাল ১০.০৩ মিনিট | দুপুর ১২.২০ মিনিট | এস চেয়ার: ১৬০ টাকা | শুক্রবার |
টুঙ্গিপাড়া এক্সপ্রেস | সকাল ১১.০০ টা | দুপুর ১.১৫ মিনিট | শোভন চেয়ার ১৩৫ টাকা | মঙ্গলবার |
সাগরদাঁড়ি এক্সপ্রেস | সন্ধা ৭.২৩ মিনিট | সকাল ১০.০০ টা | এস চেয়ার: ১৬০ টাকা | সোমবার |
মধুমতি এক্সপ্রেস | রাত ৮.১০ মিনিট | রাত ১০.৩০ মিনিট | এস চেয়ার: ১৬০ টাকা | শনিবার |
পোড়াদহ থেকে রাজশাহী যাত্রাপথে কতগুলো স্টেশন আছে
আপনি যদি পোড়াদহ থেকে রাজশাহীর উদ্দেশ্যে যেকোনো ট্রেনে যাত্রা করে থাকেন তাহলে পথের মধ্যে বেশ কিছু স্টেশনের দেখা মিলবে। প্রথমত পোড়দহ জংশন স্টেশন থেকে ট্রেন ছাড়লে তারপরের স্টেশন হবে মিরপুর, কিছুক্ষণ পরে ভেড়ামারা রেলওয়ে স্টেশন পার করে ট্রেনটি কিছুক্ষণ পর হার্ডিং ব্রিজ পার করে ট্রেনটি পৌঁছাবে পাকশি রেলওয়ে স্টেশনে, তারপর গিয়ে পৌঁছাবে ঈশ্বরদী জংশন স্টেশনে, সেখান থেকে ট্রেনটি যাত্রা শুরু করে বেশ কিছুক্ষন পর ট্রেন পৌঁছাবে গোপালপুর রেলওয়ে স্টেশনে, এরপর আব্দুলপুর রেলওয়ে স্টেশন পার করে আজিমনগর রেলওয়ে স্টেশন এবং এরপর আড়ানী স্টেশন এবং সেখান থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনে শেষ গন্তব্য।
পোড়াদহ থেকে রাজশাহীর এই যাত্রাপথে মোট আটটি স্টেশনের দেখা মিলবে, সুতরাং পোড়াদহ এবং রাজশাহীকে ধরে মোট স্টেশনের সংখ্যা হবে দশটি। বিভিন্ন ট্রেনের গন্তব্যস্থল ভিন্ন হওয়ার কারণে কোন ট্রেন নিদৃষ্ট স্টেশনে থামবে আবার কোন ট্রেন না থেমে সরাসরি চলে যাবে। এটি নির্ভর করে মূলত প্রতিটা ট্রেনের উপরে এবং তার সময়সূচির উপরে।
আরো পড়ুনঃ রাজশাহী থেকে ভেড়ামারা সকল ট্রেনের সময় সূচি ও ভাড়া
পোড়াদহ থেকে রাজশাহীর মোট দূরত্ব কত
পোড়াদহ জংশন থেকে রাজশাহী রেলওয়ে স্টেশনের যাত্রাপথের দুরত্ব ১০৭ কিলোমিটার। যাত্রা পথের দূরত্ব অনেক বেশি হওয়ায় যেকোনো ট্রেনে পোড়াদহ থেকে রাজশাহী যেতে সাড়ে তিন ঘন্টা থেকে ৪ ঘন্টা সময় লাগে। এত সময় লাগার কারণ হচ্ছে ট্রেনগুলো তার বিভিন্ন নির্দিষ্ট স্টেশনে থামে, এবং এছাড়াও যাত্রা পথে ঈশ্বরদী জংশন স্টেশন আছে।
এই স্টেশনের যাত্রা বিরতি অন্যান্য স্টেশনে তুলনায় অনেক বেশি। অন্যান্য স্টেশনে এক থেকে দুই মিনিট থামলেও ঈশ্বরদী রেলওয়ে স্টেশনের যাত্রা বিরতি সময় ৩০ মিনিট। এই সময় ট্রেনের ইঞ্জিন চেঞ্জ করা হয় সেই সাথে যান্ত্রিক টুটিয়েও পর্যবেক্ষণ করা হয়। যেখানে ট্রেন আধা ঘন্টা সময় অপেক্ষা করে।
ভ্রমণের সময় করণীয় কাজ
অবশ্যই ভ্রমনের আগে স্টেশনে গিয়ে অথবা অনলাইনের মাধ্যমে টিকিট ক্রয় করতে হবে। যাত্রার দিন অবশ্যই ট্রেন আসার ১৫ মিনিট পূর্বে পোড়াদহ রেলওয়ে স্টেশন প্লাটফর্মের পৌঁছাতে হবে। নির্দিষ্ট সময়ে ট্রেনে আসলে ট্রেন সম্পন্ন থেমে যাওয়ার পর মালামাল নিজ দায়িত্বে ট্রেনে উঠাতে হবে, নির্দিষ্ট আসনে গিয়ে বসতে হবে।
ট্রেনে ভ্রমণ করলে আপনার যদি বমি বমি ভাব হয় তাহলে অবশ্যই সাথে পলিথিন ও বোমির ওষুধ সাথে নিবেন। সাথে পর্যাপ্ত পানি ও স্বাস্থ্যকর শুকনো খাবার সাথে নিতে পারেন। ট্রেনের ভিতরের খোলা খাবার অনেক অস্বাস্থ্যকর তাই ওই খাবার এড়িয়ে চলায় উত্তম। জীবাণু যুক্ত খাবার খেলে আপনার শরীর আরো অসুস্থ হয়ে যেতে পারে পরে ভ্রমণ করতে অনেক অসুবিধার সৃষ্টি হবে।
সিটের হাতল অথবা নির্দিষ্ট আপনার সিট ব্যতীত অন্য কোন সিটে বসবেন না। ভ্রমণপথে টয়লেট ব্যবহারের প্রয়োজন হলে ট্রেন কোন নির্দিষ্ট স্টেশনে দাঁড়ানো অবস্থায় টয়লেট ব্যবহার থেকে বিরত থাকবেন। নির্দিষ্ট মন্তব্যে অর্থাৎ রাজশাহী রেলওয়ে স্টেশনে ট্রেন পৌঁছালে ট্রেন সম্পূর্ণ থেমে যাওয়ার পর মাল ঠিক আছে কিনা যাচাই করে নিতে হবে। নিজ দায়িত্বে মালামাল সাথে নিয়ে ট্রেন থেকে নামতে হবে।
আরো পড়ুনঃ কাঁচা বাদাম ভিজিয়ে খাওয়ার উপকারিতা
যাত্রা পথে বর্জনীয় কাজ
কখনো টিকিট না কেটে ট্রেনে উঠবেন না। এটা বাংলাদেশ রেলওয়ের শাস্তিমূলক অপরাধ। কখনো টিটি ধরতে পারলে পর্যাপ্ত জরিপানা নিবে। জানালার পাশের সিটে বসলে কখনো জানালা দিয়ে বাইরে হাত ও মাথা বের করা যাবে না। কারণ ট্রেনের খুব পাশেই বিভিন্ন লোহার পিলার থাকে যার ট্রেন কে বিভিন্ন সংকেত দেয় এছাড়া পাশ দিয়ে ট্রেন ক্রসিং করলে মাথায় আঘাত লাগতে পারে যার ফলে মৃত্যু পর্যন্ত হতে পারে, তাই এ ব্যাপারে সাবধান থাকতে হবে।
অপরিচিত লোকের দেওয়া কোন কিছু খাওয়া যাবে না। ট্রেনে অনেক খাবার বিক্রি করে যেমন বাদাম ঝাল মুড়ি চানাচুর মাখা ইত্যাদি। সময় কাটানোর জন্য ট্রেনে প্যাকেটজাত অথবা স্বাস্থ্যসম্মত খাবার খেতে পারেন। যেমন বাদাম পপকর্ন ইত্যাদি। অস্বাস্থ্যকর খাবার এড়িয়ে চলা উচিত খোলা খাবারে অনেক ব্যাকটেরিয়া থাকে যা আপনার শরীর অসুস্থ করে দেবে এবং যাত্রা অনেক কষ্টসাধ্য হয়ে উঠবে।
ট্রেনে প্রতিদিন বহু সংখ্যক লোক ওঠানামা করে। তাই এখানে প্রতারক ও চোরের সংখ্যা বেশি সুতরাং এদের থেকে সাবধান থাকবেন। ট্রেনে ওঠার সময় ও নামার সময় অবশ্যই মোবাইল মানিব্যাগের দিকে খেয়াল রাখবেন নয়তোবা চোর এসে নিয়ে চলে যাবে। ট্রেনে যাত্রীদের অসুবিধার সৃষ্টি হয় এমন কোন কাজ করা যাবে না।
আমাদের শেষ কথা
পোড়াদহ থেকে রাজশাহীর সকল ট্রেনের এস এস শেয়ার এর ভাড়া ১৬০ টাকা ও স্নিগ্ধা বা এসি কোচের ভাড়া ২৮০ টাকা। টুংগীপাড়া ট্রেনে এস চেয়ার না থাকায় শোভন চেয়ারের ভাড়া ১৪০ টাকা।
পরিশেষে আমরা বলতে পারি ট্রেনের মাধ্যমে আমরা স্বল্প খরচে খুবই কম সময়ে অনেক দূরপাল্লার পথ পাড়ি দিতে পারি ট্রেনে যাত্রা নিরাপদ ও আনন্দদায়ক হয় তাই বাংলাদেশ রেলওয়ে আমাদের সম্পদ আর এই সম্পদকে রক্ষা করো আমাদের দায়িত্ব ও কর্তব্য। ধন্যবাদ।
মনের লিফ্ট ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url