পরিবার ছেড়ে ছাএাবাসে থাকার কষ্ট
একটা ছাত্রের কাছে হোস্টেল লাইফ খুব গুরুত্বপূর্ণ একটা সময়।
গ্রামে উচ্চ শিক্ষা ব্যবস্থা না থাকার ফলে পরিবার ছেড়ে অনেক দূরে শহরে চলে যেতে হয়। হোস্টেল বা ছাএাবাসই হয় এ সময় থাকা খাওয়ার একমাত্র স্থান।
পোষ্ট সুচিপএঃ
- প্রথম দিন কেমন লাগে
- কাদের কথা খুব বেশি মনে পড়ে
- খাবার খাওয়া যায় না
- শরীর অসুস্থ হয়ে যায়
- মাস শেষের অবস্থা কেমন হয়
- সকল সমস্যার মোকাবেলা করব যেভাবে
- উপসংহার
আরো পড়ুনঃ হাফ বয়েল ডিম খাওয়ার অপকারিতা
প্রথম দিন কেমন লাগে
একটা ছাত্রের কাছে হোস্টেল লাইফের প্রথম দিন খুবই কষ্টের হয়। নতুন জায়গা নতুন বিছানা নতুন পরিবেশ এসব মানিয়ে নিতে খুব কষ্ট হয়। প্রথম দিনটা যেন কাটতেই চায় না।কাদের কথা খুব বেশি মনে পড়ে
পিতা-মাতা ভাই বোন পাড়া-প্রতিবেশী খেলার সহপাঠী বন্ধুবান্ধব সকলের কথা খুব মনে পড়ে। পাড়ার ছেলেদের সাথে খেলা করা, আড্ডা দেওয়া, চা খাওয়া, ঘুরতে যাওয়ার দিনগুলো বারবার মনে পড়ে। অচেনা মানুষের ভিড়ে মন তাদের খুঁজে পেতে চায়।
খাবার খাওয়া যায় না
হোস্টেলের খাবার মানেই পাতলা ডাল,আলু ভর্তা সাপ্তাহে এক/দু্ই দিন মাছ অথবা মাংস। এ সময় মায়ের হাতের সেই সুস্ধ রান্নার কথা খুব মনে পড়ে্।
শরিল অসুস্থ হয়ে যায়
নতুন জায়গা, নতুন পরিবেশে, নতুন খাবার, নতুন পানিতে শরীর মানিয়ে নিতে পারে না তাই শরীর অসুস্থ হয়ে পড়ে, এ সময় খুবই কষ্ট হয় মায়ের সেবা যত্ন পাওয়া যায়। অসুস্শথ শরীর নিয়েই ডাক্তারের কাছে যেতে হয়। সাহায্য করার কেউ থাকেনা ওষুধ খাইয়ে দেওয়ার কেউ থাকেনা।
মাস শেষের অবস্থা কেমন হয়
গ্রামের দরিদ্র পরিবার থেকে উঠে আসা একটা ছাত্রের হোস্টেল লাইফে মাসের শেষে দিকে পকেট একদম খালি হয়ে যায়। কোন টাকা থাকে না, এ সময় কিছুদিন বিনা পয়সায় চলতে হয়।
আরো পড়ুনঃ My Hobby
সকল সমস্যার মোকাবেলা করবো যেভাবে
জীবনে উন্নতি করা বা সফলতা পাওয়ার জন্য কষ্টের কোন বিকল্প নেই। তাই সকল কষ্টগুলো মাথা পেতে নিয়ে সমস্যাগুলোর মোকাবেলা করতে পারলেই জীবনে উন্নতি লাভ করা সম্ভব। চলুন দেখি কিভাবে সমস্যা গুলোর মোকাবেলা করব নিম্নে কিছু পয়েন্ট দেওয়া হল ঃ
1. একটা রুটিন তৈরি করা :সময় মত খাওয়া, পড়াশোনা, শরীরচর্চা ঠিক রেখে একটা রুটিন তৈরি কর এবং সে অনুযায়ী কাজ কর।
2. রুমমেটদের সাথে ভালো ব্যবহার : রুমমেটদের সাথে ভালো ব্যবহার করো তাদেরকে সময় দাও তাদের বিভিন্ন কাজে সাহায্য কর।
3. নিজের থাকার জায়গাকে পরিচ্ছন্ন রাখা : নিজের পড়ার টেবিল বিছানা সর্বদা গুছিয়ে রাখো পরিষ্কার পরিচ্ছন্ন রাখো। পরিষ্কার পরিচ্ছন্ন থাকলে দেখবে সকলে তোমাকে পছন্দ করছে ।
4.পরিবারের সাথে কথা বলা : প্রতিদিন অন্তত একবার হলেও পরিবারের সাথে কথা বলো বিভিন্ন সমস্যার কথা তাদের জানাও দেখবে অনেক সমস্যা সমাধান হয়ে গেছে।
মনের লিফ্ট ব্লগের নীতিমালা মেনে কমেন্ট করুন। প্রতিটি কমেন্ট রিভিউ করা হয়।
comment url